
জনসাধারণের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে থাকা অস্বচ্ছ ধারণা দূর করতে এবং কমিশনের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে নিয়মিত সংবাদ ও প্রেস রিলিজ প্রকাশের জন্য সংশ্লিষ্ট শাখা/অধিশাখাগুলোকে প্রচারযোগ্য তথ্য জনসংযোগ অধিশাখায় পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, আগামী নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনাসহ জনসাধারণকে সেবা দেওয়ার লক্ষ্যে ইসি সচিবালয়ের প্রতিটি শাখা কঠোর পরিশ্রম করে বিভিন্ন ধরনের কাজ পরিচালনা করছে। তবে এসব কার্যক্রমের বিষয়ে জনগণ পর্যাপ্তভাবে অবহিত না থাকায় ইসির কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি হচ্ছে না। একইসঙ্গে নির্বাচন কমিশনের বিভিন্ন অংশীজন, বিশেষ করে আন্তর্জাতিক সংস্থা ও পর্যবেক্ষকরাও নিয়মিত ইসির ওয়েবসাইট পরিদর্শন করে কার্যক্রম এবং অগ্রগতি অনুসরণ করে। তাই ইসির ধারাবাহিক কার্যক্রম সহজভাবে অংশীজন ও জনসাধারণের কাছে উপস্থাপন করা জরুরি বলে মনে করছে কমিশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রম সহজভাবে অংশীজন এবং জনসাধারণের কাছে উপস্থাপন করা প্রয়োজন। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়মিত মৌখিক সংবাদ প্রকাশ ও প্রেস রিলিজ প্রকাশের জন্য কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন।
এতে আরও উল্লেখ করা হয়, এ কার্যক্রম প্রচার করা ও নিয়মিত প্রেস ব্রিফিং করার জন্য কমিশনের সব শাখা/অধিশাখাকে প্রতি বুধবার বেলা ১১টার মধ্যে তাদের প্রচারযোগ্য তথ্যাদি (হার্ড ও সফট কপি) জনসংযোগ অধিশাখায় দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া সপ্তাহের যেকোনো সময়ে তাৎক্ষণিক প্রচারযোগ্য কোনো কার্যক্রমের তথ্য থাকলে তাও অবিলম্বে জনসংযোগ অধিশাখায় পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।