
শরণখোলা প্রতিনিধি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শরনখোলায় বর্নাঢ্য মোবারক শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে (৯ অক্টোবর) বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ শরণখোলা উপজেলা শাখার উদ্যোগে একটি মোবারক শোভাযাত্রা উপজেলা সদর রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরণখোলা প্রেসক্লাব চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহিম এর সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারন সম্পাদক মাওলানা আবুল বাশার ও ফয়সাল মাহামুদ শিমু বক্তৃতা করেন। তারা মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনের বিভিন্ন আদর্শ তুলে ধরে তার চরিত্র অনুসরণ করে মানবিক জীবন গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান। পরে সংগঠনের সভাপতি দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালনের খবর পাওয়া গেছে।