
ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রাতের আঁধারে ৭ শতাধিক ড্রোন নিয়ে এই হামলা চালিয়েছে দেশটি। এছাড়া ড্রোনের পাশাপাশি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রুশ বাহিনী।
তবে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ও মিসাইলের বেশিরভাগই ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে কিয়েভ দাবি করেছে। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, রাশিয়া এক রাতে ইউক্রেনের ওপর রেকর্ড সংখ্যক ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। বুধবার এক বিবৃতিতে তারা এই তথ্য জানায়।
ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭১৮টি ড্রোন ও ৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।
টেলিগ্রাম প্ল্যাটফর্মে প্রকাশিত বার্তায় তারা আরও জানায়, এসব হামলা মূলত ইউক্রেনের বিভিন্ন শহর ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়। তবে বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র কীভাবে আঘাত হেনেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
মূলত রাশিয়া প্রায়ই ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকাগুলোতে কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। কিন্তু এক রাতে এত বিপুল সংখ্যক ড্রোন হামলার ঘটনা এবারই প্রথম বলে ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি।
এর আগে গত জুন মাসের শেষের দিকে এক রাতে ৪৭৭ ড্রোন ও ৬০টি মিসাইল দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী সেসময় জানায়, এসব ড্রোন ও মিসাইলের মধ্যে ২৪৯টি ভূপাতিত করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক জ্যামার দিয়ে শত শত ড্রোন অকার্যকর করে দেওয়া হয়েছিল।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেসময় এক্সে এক পোস্টে জানান, যেখানেই জীবনের চিহ্ন আছে সেখানেই হামলা চালিয়েছে রাশিয়া। তিনি বলেন, তিন বছর ধরে চলা এ যুদ্ধ শেষ হওয়ার যে আশা তৈরি হয়েছিল, এ হামলার মাধ্যমে সেটি শেষ হয়ে গেছে।