ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ভারত এবার চেনাব নদীর পানিপ্রবাহ পাকিস্তানের দিকে বন্ধ করে দিয়েছে। গত শনিবার পাকিস্তান তাদের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কয়েক ঘণ্টা পরই এই পদক্ষেপ নেয় ভারতীয় সরকার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চেনাব নদীর ওপর নির্মিত বাগলিহার বাঁধে পানিপ্রবাহ বন্ধ করেছে, এবং কিশনগঙ্গা বাঁধেও একই ধরনের পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে। জম্মুর রামবানে অবস্থিত বাগলিহার বাঁধ এবং উত্তর কাশ্মীরে অবস্থিত কিশনগঙ্গা বাঁধ দুটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে জলবিদ্যুৎ প্রকল্পের কারণে।
১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান ‘সিন্ধু পানি চুক্তি’ স্বাক্ষরিত করেছিল, যা সিন্ধু নদী এবং তার উপনদীগুলোর পানি বণ্টন নিয়ন্ত্রণ করতো। তবে, গত ২২ এপ্রিল পেহেলগাঁও হামলার পর ভারত একতরফাভাবে এই পানি বণ্টন চুক্তি স্থগিত ঘোষণা করে।
এরপর পাকিস্তানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায়, ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করার কথা ভাবতে পারে, যার ফলে ভারতের আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে। ভারতের দাবি, পেহেলগাঁও হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে, তবে তারা এর পক্ষে শক্ত কোনো প্রমাণ দিতে পারেনি। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনাটির স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।
এই পরিস্থিতির মধ্যে, দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়েছে এবং সামরিক প্রস্তুতিও বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।