চোট সারিয়ে সুস্থ হয়ে কেবলই মাঠে ফিরেছিলেন দানি কারভাহাল। বার্সেলোনার বিপক্ষে জয়ের ম্যাচে ৭২ মিনিটে বদলি হয়ে নেমেছিলেন তিনি। তবে মাঠে ফিরেই আবার দুঃসংবাদ পাচ্ছেন স্প্যানিশ এই ডিফেন্ডার। ফের চোটে পড়েছেন তিনি। এবার তাঁকে আবার করাতে হবে অস্ত্রোপচার। এ কারণে লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে ছিটকে যেতে হচ্ছে তাঁকে।
রিয়াল অধিনায়ক কারভাহাল তাঁর ডান হাঁটুতে কী-হোল সার্জারি (আর্থ্রোস্কোপিক অপারেশন) করাবেন। ৩৩ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডারের সোমবার সকালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়, কারণ বার্সেলোনার বিপক্ষে রোববার এল ক্লাসিকোতে বদলি খেলোয়াড় হিসেবে ৭২তম মিনিটে নামার পর হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, “রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের করা পরীক্ষায় দেখা গেছে আমাদের অধিনায়ক দানি কারভাহালের ডান হাঁটুর জয়েন্ট ঢিলে হয়ে গেছে। কারভাহালের আর্থ্রোস্কোপিক সার্জারি করা হবে।”
এল ক্লাসিকোতে নামা ছিল কারভাহালের ইনজুরি থেকে ফেরার প্রথম ম্যাচ। গত ২৭ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে হারের ম্যাচে কাফ ইনজুরিতে পড়েছিলেন তিনি।
বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়নি, কারভাহাল কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন। তবে ইএসপিএন জানিয়েছে, লা লিগার শীর্ষে থাকা রিয়াল তাঁকে ২০২৬ সালের শুরুতেই ফিরিয়ে আনার আশা করছে।
