কানাডার ভ্যাঙ্কুভারে এক স্ট্রিট ফেস্টিভালে ভয়াবহ গাড়ি হামলায় নয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত লাপু লাপু উৎসবে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভ্যাঙ্কুভার পুলিশ জানায়, গাড়িচালককে আটক করা হয়েছে।
পুলিশের এক বার্তায় জানানো হয়, রাত ৮টার কিছু পর লাপু লাপু ফেস্টিভালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে। "তদন্ত চলমান রয়েছে এবং সামনে আরও তথ্য জানানো হবে," জানিয়েছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ফিলিপিনো সংস্কৃতির বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে গাড়িটি পথচারীদের একটি দলকে ধাক্কা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে পুলিশের অসংখ্য গাড়ি, অ্যাম্বুলেন্স ও ফায়ার ইঞ্জিন উপস্থিত ছিল। অনেক আহত ব্যক্তি মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তবে ফুটেজগুলোর সত্যতা এখনও যাচাই করা হয়নি।
ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এক বিবৃতিতে বলেন, "আজকের লাপু লাপু অনুষ্ঠানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায় ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা রইল।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত