
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ০১) মোঃ রানা বিশ্বাস(৩৯), পিতা-মনিরুজ্জামান, সাং-দক্ষিণ নড়াইল, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল, এ/পি সাং-বিহারী কলোনী, থানা-সোনাডাঙ্গা মডেল; ০২) মোঃ সালাউদ্দিন খান(৪৩), পিতা-মৃত: নাজির খান, সাং-পহরডাঙ্গা চাপলঘাট, থানা-নড়াগাতী, জেলা-নড়াইল, এ/পি সাং-অড়ংঘাটা মোড়লপাড়া, থানা-আড়ংঘাটা; ০৩) মোঃ আলমগীর শেখ(৩৫), পিতা-মোঃ ইউনুচ শেখ, সাং-শলুয়া, থানা-আড়ংঘাটা এবং ৪) মোঃ শামীম হোসেন(২৮), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-নিচখামার দরগাতলা, থানা-লবণচরা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।