গত ১৮/০৩/২০২২ খ্রি: তারিখ রাত্র অনুমান ০৯.০০ ঘটিকার সময় মামলার বাদী ও তাহার স্বামী বাসা হইতে শিরোমনি বাজারে যাওয়ার পথে রাত্র অনুমান ০৯.১০ ঘটিকার সময় খানজাহান আলী থানাধীন শিরোমনি পূর্বপাড়া ৭নং ওয়ার্ডস্থ ২নং আসামী মোঃ কামরুল ইসলাম এর ইজিবাইক গ্যারেজের নিকট পৌঁছাইলে এজাহারনামীয় গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ কামরুল ইসলাম(২৪) সহ তাহা সহযোগী পলাতক এজাহারনামীয় আসামী ১) মোঃ সুমন(২৭), পিতা-আফজাল মল্লিক, ৩) মোঃ আলামিন মল্লিক(২২), পিতা-মোঃ আফজাল মল্লিক এবং ৪) মোঃ সজীব@ জীবন(২২), পিতা-মোঃ জামাল উদ্দিন, সর্বসাং-শিরোমনি (পূর্বপাড়া, ৭নং ওয়ার্ড), থানা-খানজাহান আলী, জেলা-খুলনাগণ বাদী ও তাহার স্বামীকে মুখ চাপিয়া ধরিয়া খানজাহান আলী থানাধীন শিরোমনি পূর্বপাড়া ৭নং ওয়ার্ডস্থ গ্রেফতারকৃত আসামী মোঃ কামরুল ইসলাম এর ইজিবাইক গ্যারেজের মধ্যে নিয়া যায় এবং গ্রেফতারকৃত আসামী মোঃ কামরুল ইসলাম(২৪)সহ তাহার সহযোগীরা মিলিয়া বাদীর স্বামীকে আটক রাখিয়া উক্ত ইজিবাইকের গ্যারেজের দক্ষিণপার্শ্বে একটি একচালা টিনের ঘরের ভিতর খাটের উপরে নিয়া বাদীর মুখ ও গলা চাপিয়া ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। বাদীর এজাহারের প্রেক্ষিতে খানজাহান আলী থানার মামলা নং-০৬, তাং-১৯/০৩/২০২২ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধনী-২০০৩) এর ৯(৩) রুজু করা হয়েছে। অত্র মামলাটি পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ শাহরিয়ার হাসান তদন্ত করছেন।
স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ
অত:পর বাদীর এজাহারের প্রেক্ষিতে এজাহারনামীয় ২নং আসামী মোঃ কামরুল ইসলাম(২৪)‘কে অদ্য ১৯/০৩/২০২২ খ্রি: তারিখ ০০.৪৫ ঘটিকার সময় খানজাহান আলী থানাধীন শিরোমনি পূর্বপাড়া ৭নং ওয়ার্ডস্থ আসামী মোঃ কামরুল ইসলাম এর ইজিবাইক গ্যারেজ হইতে গ্রেফতার করা হয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে ০৭(সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহবিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাদী (ভিকটিম)‘কে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে (ওসিসি) প্রেরণ করা হইয়েছে। অত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত