গত ০৮/০৯/২০২১ খ্রিঃ তারিখ ২২.১৫ ঘটিকার সময় খুলনা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত থানাধীন দক্ষিণ টুটপাড়া বায়তুল আমান মহল্লা জামাল সাহেবের বাড়ীর গলি আব্দুল্লাহ আল মামুন বাচ্চু সাহেবের বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর মাদক ব্যবসায়ী ০১) জাহাঙ্গীর হোসেন@ জাহাঙ্গীর হাজরা(৩০), পিতা-হেকমত আলী হাজরা, সাং-দক্ষিণ টুটপাড়া, ৫১ বায়তুল আমান মহল্লা পাইপ গলি, থানা ও জেলা-খুলনাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খুলনা থানায় ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত