
কেবল টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচলনা, মনিটরিং, নিয়ন্ত্রণ, পাইরেসিরোধকল্পে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ৪(১) ধারা অনুযায়ী ভূনির্ভর চ্যানেল, উপগ্রহ বা স্যাটেলাইট চ্যানেল ইত্যাদি গ্রাহকদের বাণিজ্যিক ভিত্তিতে সঞ্চালন করতে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু লাইসেন্সধারী কেবল অপারেটর ও ফিড অপারেটর সরকার কর্তৃক অননুমোদিত চ্যানেল সঞ্চালন বা সম্প্রচার করছে এবং কিছু কিছু ব্যক্তি/প্রতিষ্ঠান লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে সরকার কর্তৃক অনুমোদিত/অননুমোদিত চ্যানেল সঞ্চালন বা সম্প্রচার করছে যা উক্ত আইনের পরিপন্থী। সংশ্লিষ্ট সকলকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ অনুযায়ী কেবল ব্যবসা পরিচালনা করতে হবে।
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।