
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ফলাফলভিত্তিক শিক্ষা পাঠ্যক্রম’ (OBE curriculumn template) শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। রিসোর্সপারসন হিসেবে আলোচনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির প্রাক্তন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সায়েদুর রহমান। ওরিয়েন্টেশনে প্রত্যেক ডিসিপ্লিন ও মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে ২ জনসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।