
খুলনার করিমনগরে আলাউদ্দিন মৃধাকে গুলি ও জবাই করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মিন্টু শেখকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রূপসার হোসেনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ সিপিসি-স্পেশাল কোম্পানির চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মিন্টু শেখকে (৪০) গ্রেফতার করে। মিন্টু খুলনার সোনাডাঙা থানার ময়লাপোতা এলাকার আলমগীর শেখের ছেলে।
গ্রেফতারের পর মিন্টু শেখকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদেরও দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, গত ১৬ নভেম্বর রাতে পূর্ব শত্রুতার জেরে করিমনগর এলাকায় আলাউদ্দিন মৃধাকে (৩৯) নিজ বাড়ির সামনে পিস্তল দিয়ে গুলি করে এবং গলায় পোচ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের স্ত্রী নারগিস বেগম সোনাডাঙা মডেল থানায় মিন্টু শেখসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত