
বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে আগামী ১ ডিসেম্বর খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে জনসভা করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ জনসভা করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় নগর আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ২ নভেম্বর খুলনা সদর থানা আওয়ামী লীগের বর্ধিত সভা, ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা।
৪ নভেম্বর দৌলতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে নতুন রাস্তা মোড়ে জনসভা, ৫ নভেম্বর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের বর্ধিত সভা, ১১ নভেম্বর খালিশপুর থানা আওয়ামী লীগের বর্ধিত সভা, ১২ নভেম্বর খানজাহান আলী থানা আওয়ামী লীগের বর্ধিত সভা, ১৬ নভেম্বর শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাচি বেগম রাজিয়া নাসেরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, গত ২২ অক্টোবর বিএনপির গণসমাবেশ খুলনার মানুষ প্রত্যাখ্যান করেছে। সমাবেশকে ঘিরে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সবাই তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল। এমনকি তাদের ভয়ে রিকশা, ইজিবাইকসহ কোনো যানবাহন চলাচল করতে পারেনি। এসব কারণে খুলনা মহানগরী ও জেলার ব্যবসায়ীরা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এর দায়ভার বিএনপিকে নিতে হবে।
সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খালিশপুর থানা আওয়ামী সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।
পিএসএন/এমঅাই