
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও খুলনা জেলা সাবেক সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পিকে (২২) চাঁদার দাবিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি শনিবার কেএমপির খানজাহান আলী থানায় একটি জিডি করেছেন।
ডায়রিতে তিনি উল্লেখ করেছেন, শুক্রবার রাত ১০টা ৫৭ মিনিটের দিকে আমার বাবা মো. লাভলু গাজী (৬০) কে অজ্ঞাত দুস্কৃতিকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ফোন দিয়ে জানায়- আপনার ছেলে অনেক বেড়েছে এবং অনেকের বিরুদ্ধে অনেক কিছু করতেছে। আপনার ছেলেকে বাঁচাতে হলে ৭২ ঘন্টার মধ্যে ৫০ লাখ দিতে হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে এই নম্বরে কল করে ৫০ লাখ টাকা পৌঁছে দেবেন। অথবা ৭২ ঘন্টা পর আপনার ছেলের লাশ গ্রহণের জন্য প্রস্তুত থাকেন।
ওই সময় ওই দুষ্কৃতিকারী আরিফ এবং মাহাবুবের মত করে একই কায়দায় হত্যা করবে মর্মে হুমকি প্রদান করে। তাদের পরিচয় জানতে চাইলে তারা তাদের কোনো পরিচয় দেয় নাই।
যোগাযোগ করা হলে বাপ্পি জানান, হুমকি দেওয়ার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানতে চাইলে খানজাহান আলী থানার এসআই (নিরস্ত্র) মো. ইশতিয়াক আহমেদ জানান, ডায়রির বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।