
খুলনায় ট্রেন এবং ট্রাকের সংঘর্ষ একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
সোমবার রাত সোয়া ৮ টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ঘের পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৮ টার দিকে ডাউন মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময়ে একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর তিনি জানেন না। এ ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার ইন্জিন বন্ধ হয়ে যায়। এ সময়ে খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। তবে এ ঘটনায় একজন বয়স্কো ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে লোকমুখে শুনেছেন আহত ওই ব্যক্তি মারা গেছেন বলে তিনি জানান। এ ঘটনার পর থেকে খুলনার সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।