
নগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামের এক যুবক আহত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টায় লবণচরা থানাধীন মধ্য হরিনটানা আজাদ মেম্বরের বাড়ির সামনে তাকে লক্ষ্য করে গুলি পালিয়েছে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ রাজুর নামে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত