
আগামীকাল খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, চলমান আন্দোলনে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের নিহত হওয়া, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপি-আওয়ামীলীগ দুই পক্ষ নিজেদের তৃণমূল গুছিয়ে নিচ্ছে শেষ মুহুর্তে।
তবে শুক্রবার থেকেই খুলনা বিভাগের ১৮ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ কারণে বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বৃহস্পতিবার থেকে খুলনায় আসতে শুরু করেছেন।
বিএনপির দিক থেকে জানানো হয়, শান্তিপূর্ণ এ কর্মসূচি সফল করতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদেরকে উস্কানিমূলক আচরণ না করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক শামসুজ্জামান দুদু । আজ শুক্রবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিএনপি খুলনা বিভাগ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহবান করেন।
বিএনপির পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়, ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ বাঁধাগ্রস্ত করতে পুলিশ ও আওয়ামীলীগ সম্মিলিতভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পুলিশের গণগ্রেফতার ও অভিযানে নগরী থেকে অর্ধশতাধিক নেতাকর্মী আটক হয়েছেন। পুলিশের পাশাপাশি স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সমাবেশে না যাওয়ার জন্য কঠোর হুমকি প্রদান করছে। সমাবেশকে বানচাল করতে গোটা বিভাগ জুড়ে আতংকের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। পরিবহন, লঞ্চ, ট্রলার চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তাহলে চুয়াডাঙ্গা, মেহেরপুর, বাগেরহাট, নড়াইল থেকে কি বিএনপির নেতাকর্মীরা পায়ে হেটে আসবেন? নদী সাঁতরে খুলনায় আসবেন? এ কেমন মানসিকতা? স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য মহান মুক্তিযুদ্ধে এ দেশের নারী, পুরুষ, শিশু বুকের রক্ত দিয়েছিলেন। সেই দেশের এমন পরিস্থিতি হবে কেন?
অন্যদিকে রাজনৈতিক কর্মসুচীর নামে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মিথ্যাচারের অভিযোগ এনে এর প্রতিবাদে শুক্রবার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় খুলনা মহানগর যুবলীগ।এই কর্মসূচিতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা ছাড়াও সব পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন বলে জানা যায়। বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে মহানগর যুবলীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা বিভাগীয় সমাবেশটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে খুলনা মহানগর ছাত্রদল।খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিস্বাস প্রতিদিন সেবককে বলেন, ইতিমধ্যেই সমাবেশকে সফল করার লক্ষে খুলনা জেলা ও মহানগর ছাত্রদল সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।ইতিমধ্যেই আমাদের ১০ টি ইউনিট সহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলদের বেশিরভাগ নেতৃবৃন্দ খুলনা উপস্থিত হয়েছেন।সরকারের সকল বাধা উপেক্ষা করে আগামীকালের মহাসমাবেশকে সফল করবে জাতীয়তাবাদী ছাত্রদল।
তিনি আরও বলেন. যুবলীগ ,ছাত্রলীগ তাদের রাজনৈতিক কর্মসূচী পালন করবে এতে করে কোনো সম্যসা নেই। কিন্তু কোনভাবে যদি তারা তাদের সমাবেশকে বানচাল করার চেষ্টা করেন তবে ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহিত করবেন।
খুলনা সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সালাম প্রতিদিন সেবককে বলেন,আমরা জনগণের দাবি আদায়ের লক্ষে শান্তিপূর্ণ ভাবে সমাবেশে যোগদান করবো। যদি কোনো অপশক্তি আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে তা উপেক্ষা করে সদর থানা ছাত্রদলের প্রতিটা নেতা-কর্মী গণসমাবেশে উপস্থিত থেকে সফল করবো।
পি এস / এন আই