
খুলনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, বিসিবি পরিচাল শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বাবু এর মাতা এবং সেখ সারহান নাসের তন্ময় এমপি’র দাদী বেগম রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করে। বিভিন্ন সংগঠনের প্রেরিত রিপোর্ট।খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ : বেগম রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ দলীয় কার্যালয় সংলগ্ন আজমেরী জামে মসজিদে দোয়া এবং খুলনা রেলস্টেশন প্রাঙ্গনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম এম আজিজুর রহমান রাসেল, মোঃ ফেরদাউসুর রহমান, কুমারেশ মন্ডল, মইনুদ্দিন মাসুদ রানা, এফ এম হাবিবুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ওয়াহিদুজ্জামান, মাহমুদুন্নবী মিল্টন, আবুল হাসান পলাশ, আবুসালেহ বাবু, ইমরান হোসেন যুবরাজ, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। অপর দিকে খুলনা জেলার নয়টি উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কোরআন খতম, দোয়া এবং এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় যেখানে স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিণী বেগম রাজিয়া নাসেরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের উদ্যোগে বুধবার বাদ-আসর দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর। সভার সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।