
অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন—চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ক্রয়ভাউচার ও মূল্য তালিকা পরীক্ষা করে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর যশোর রোড এলাকায় অভিযান চালিয়ে আহসানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে পিকচার প্যালেস মোড় এলাকায় পরিচালিত অভিযানে আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে একই অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা জেলার সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার জগদল বাজার এলাকায় মেসার্স শাফিন ফুডকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার বাস টার্মিনাল বাজার এলাকায় ড্রিম স্টার ডেইলি শপকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে হরিণাকুন্ডু উপজেলার শাপখারিদহ বাজার এলাকায় ভাই ভাই ট্রেডার্সকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
মেহেরপুর জেলার সহকারী পরিচালক মো. মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার বাজার এলাকায় মেসার্স জিম এন্টারপ্রাইজকে অবৈধ পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে মিরপুর উপজেলার বহুলবাড়িয়া বাজার এলাকায় বর্ষা সুইটসকে ২ হাজার এবং বিসমিল্লাহ কাচ্চি ভিলেজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট জেলার সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে চিতলমারী উপজেলার নালুয়া বাজার এলাকায় মিনা বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোর জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার ঝুমঝুমপুর বিসিক এলাকায় অভিযান চালিয়ে সোহা মনি ফুড অ্যান্ড বেভারেজকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও মিথ্যা বিজ্ঞাপন প্রচারের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মোট ১০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত