
খুলনা বিভাগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকি অভিযানে ১২টি প্রতিষ্ঠানে মোট ২ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৮ ডিসেম্বর) খুলনা বিভাগীয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের নয়টি টিম এ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর জানায়, চাল, তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, সবজি, দেশি পেঁয়াজ, আলু, মুরগি ও ডিমসহ নিত্যপণ্যের মূল্য, সরবরাহ এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং অধিক মূল্যে বিক্রির অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
খুলনা মহানগর
সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে সাউথ সেন্ট্রাল রোড এলাকায় অভিযানে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করায় সিটি কালার ও চার্মি শপকে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সহকারী পরিচালক দিনারা জামানের অভিযানে মাহির এন্টারপ্রাইজকে ১ হাজার ৫০০ টাকা ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অভিযোগে হান্ডি অ্যান্ড কাচ্চিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানা ৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।
জেলা অভিযানসমূহ
কুষ্টিয়া:
সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে এনএস রোড এলাকায় নিউ রশিদ লেদার অ্যান্ড কসমেটিকসকে যথাযথ পণ্য সরবরাহ না করায় ১০ হাজার টাকা জরিমানা।
যশোর:
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের অভিযানে মা হার্ডওয়্যারকে পণ্য যথাযথ সরবরাহ না করায় ৫ হাজার টাকা জরিমানা।
মাগুরা:
মুহাম্মাদপুরে সহকারী পরিচালক সজল আহম্মেদের অভিযানে—
মেসার্স বিশ্বাস ট্রেডার্সকে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা
মেসার্স মিলন এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও অনিয়মে ১ লাখ ৫০ হাজার টাকা
মোট জরিমানা ১ লাখ ৫৫ হাজার টাকা।
ঝিনাইদহ:
সহকারী পরিচালক নিশাত মেহের এস ডি ফুড প্রোডাক্টকে মোড়ক ও উৎপাদন অনিয়মে ২০ হাজার টাকা জরিমানা করেন।
নড়াইল:
কালিয়ার চাচুরি বাজারে মেসার্স জিয়া ড্রাগস হাউজকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ–বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা।
সাতক্ষীরা:
মাহমুদপুর বাজারে হারুন কসমেটিকসকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ–বিক্রিতে ২০ হাজার টাকা জরিমানা।
চুয়াডাঙ্গা:
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান আল মিডিনা ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও অনিয়মে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সর্বমোট জরিমানা
১২টি প্রতিষ্ঠানকে মোট ২,৮৭,৫০০ (দুই লাখ সাতাশি হাজার পাঁচশ) টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত