
খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইমরান মুন্সি (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে মহানগরীর কাস্টমঘাট এলাকায় ঘটনা ঘটে।
নিহত ইমরান মহানগরীর মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বাসিন্দা বাবুল সরদারের ছেলে। তিনি ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত পৌনে ৮ টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি মোটরসাইকেলে আসা চার যুবক তার গতিরোধ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খুলনা জোন) শিহাব করিম বলেন, রাতে কাস্টমস ঘাট এলাকায় একটি গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খুলনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে।