
প্রযুক্তিপ্রেমী তরুণ, উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য নতুন অনুপ্রেরণা নিয়ে খুলনায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী “Elevate Pay BITPA Conference 2025”।
বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশন (BITPA) আয়োজিত এ সম্মেলন আজ খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে প্রায় ৮০০ জন অংশগ্রহণ করেন।
সম্মেলনের বিভিন্ন সেশনে আলোচনায় উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ফ্রিল্যান্সিং, স্টার্টআপ সংস্কৃতি, ইউএক্স ডিজাইন, সাইবার নিরাপত্তা ও উদীয়মান প্রযুক্তি বিষয়ক নানা দিক।
BITPA সভাপতি মুজাহিদুল ইসলাম সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন,
“প্রযুক্তিক্ষেত্রে আমাদের তরুণদের অবদানই দেশের শক্তি। এই প্রজন্ম আইটিতে দক্ষ হয়ে উঠতে পারলে আগামী দশকের মধ্যেই বাংলাদেশ বৈশ্বিক আইটি শক্তিতে পরিণত হবে।”
জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্ব রাফায়েত রাকিব অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন,
“আজকের তরুণরাই আগামী দিনের আইটি লিডার। দক্ষতা বাড়িয়ে তারা শুধু নিজেদের ভবিষ্যৎ নয়, পুরো জাতির ভবিষ্যৎ গড়ে তুলবে।”
অংশগ্রহণকারীরা জানান, এই সম্মেলন তাদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণাকে নতুন করে জাগিয়ে তুলেছে। অনেকে মনে করেন, এ ধরনের আয়োজন তরুণদের গোপন স্বপ্নকে জাগিয়ে তোলে এবং সাহস যোগায়।