
খুলনায় হাইওয়ে পুলিশের একজন নারী সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি হাউজিং এস্টেটের নারী পুলিশ ব্যারাক থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মৃত কনস্টেবলের নাম মিমি খাতুন (২৭)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাত নম্বর ফুলবাড়ি এলাকার নবীন বিশ্বাসের মেয়ে এবং ইমরান হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, দুপুর আনুমানিক দেড়টার সময় সহকর্মীরা মিমি খাতুনকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ব্যারাক কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সুরতহাল সম্পন্ন করে সন্ধ্যায় ৭টা ১৫ মিনিটে মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মুজগুন্নি পুলিশ ব্যারাকে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, মিমি হাইওয়ে রিজিওনের নারী সদস্য হিসেবে চাকরি করছিলেন এবং ওই ব্যারাকেই অবস্থান করতেন। ঠিক কোন কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত নয়। তার কক্ষে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃত্যু সনদে প্রাথমিকভাবে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে।
খালিশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। পরে জানানো হবে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত