
খুলনার বড়বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি পাইকারি দোকান। এতে ব্যবসায়ীদের ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সালেহ উদ্দিন জানান, বুধবার দুপুর ১টা ৭ মিনিটে তারা আগুনের খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ২ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের সড়কগুলো সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থল পর্যন্ত পৌঁছাতে পারেনি। তবে বাজারের পাশে ভৈরব নদী থেকে পানি নিতে পারায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।
খুলনা বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান মিঠু জানান, আগুনে সাতটি পাইকারি দোকান পুড়ে গেছে। এর ফলে তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
যে দোকানগুলো পুড়েছে সেগুলো হচ্ছে খান ট্রেডি, কংসমনি, নিউ কংসমনি, নাহিদ ছাতা, সুরুচি বস্ত্রালয়, হোসেন হার্ডওয়ার ও গাজী অ্যালুমিনিয়াম।