
খুলনা জেলার রূপসা থানা পুলিশ গৃহবধুকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে। গত
১০/০৬/২০২৫ খিধঃ বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন বাঘমারা এলাকা হতে তাদের গ্রেফতার
করা হয়।
গ্রেফতারক…তদের নাম-১। মোঃ বেলায়েত হোসেন রাতুল (২৩), ২। মোঃ মাসুদ মীর (১৯) ও ৩।
মোঃ পারভেজ খান (২৫)।
প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম তার ̄^ামীর সাথে রূপসা থানাধীন জয়পুর এলাকায় একটি ভাড়া
বাড়িতে বসবাস করেন। গত ০৮/০৬/২০২৫ খিধঃ সন্ধ ̈ায় গ্রেফতারক…ত মোঃ বেলায়েত হোসেন রাতুল, মোঃ
মাসুদ মীর ও মোঃ পারভেজ খান ভিকটিমের ভাড়া বাড়ীতে প্রবেশ করে তার ̄^ামীকে পার্শ্ববর্তী একটি ̄‹ুল
মাঠে নিয়ে যায় এবং মারপিট করে। ভিকটিম ̄‹ুল মাঠে গিয়ে টাকার বিনিময়ে তার ̄^ামীকে ছেড়ে দেয়ার
অনুরোধ করলে রাত অনুমান ১০.৪৫ ঘটিকার সময় গ্রেফতারক…ত বেলায়েত হোসেন রাতুল ও মোঃ মাসুদ
মীর টাকা নেয়ার জন ̈ ভিকটিমের সাথে তার বাড়ীতে যায় এবং ভিকটিমকে ধর্ষণ করে।
এই ঘটনায় রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধন-২০২৫) ও পেনাল
কোড (১৮৬০) আইনে একটি মামলা রুজু হয়েছে।