
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে শেখ হারুনুর রশীদ পুনরায় নির্বাচিত হওয়াও তাঁর সাথে সৌজন্য মতবিনিময় করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনার সাংবাদিক নেতৃবৃন্দ। সোমবার সকালে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের অফিস কক্ষে সাংবাদিক নেতৃবৃন্দ সৌজন্য মতবিনিময় করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের তথ্যের সম্পাদক এস এম নজরুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ এবং খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু প্রমুখ।