
নির্বাচনী ব্যস্ততার চেনা ছকের বাইরে গিয়ে নগরীর ৬নং ওয়ার্ডের বিএল কলেজ সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে গণসংযোগে অংশ নেন জামায়াত মনোনীত খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি সরাসরি কথা বলেন দোকানদার, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের সঙ্গে।
সোমবার সন্ধ্যায় গণসংযোগে শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ছাত্রশিবিরের মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, বিএল কলেজ শাখার সভাপতি ছাত্রনেতা হযরত আলী, দৌলতপুর থানা জামায়াতের আমীর মোশাররফ আনসারী, সাবেক ভিপি এড. শেখ জাকিরুল ইসলাম ও সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, মুনছুর আলম চৌধুরী, বিএম হাসিব, হাসানুজ্জামান, হাবিবুল্লাহ, জয়দেব মল্লিক, নাজমুস সাকিব, মোঃ ইয়াসিন, মোঃ লাভলু হোসেন, আব্দুল মান্নান, হাবিবুর রহমান, আশরাফ হোসেন, পিন্টু মোল্লা, গাজী ওহিদুল ইসলাম, মতিয়ার রহমান, বিএল কলেজ অফিস সম্পাদক আব্দুল্লাহ বুখারী, ইয়াসিন আরাফাত, মোঃ রাকিবুজ্জামান, আবুল কাশেম, হেলাল হোসেন, আবুল হাসান, নুরুল ইসলাম বুলবুল, এস এম সাব্বির, মাইনুল হাসান সিয়াম, আতিকুর রহমান, মাহবুব হোসাইন ও আহাদুর রহমানসহ শ্রমিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত