চট্টগ্রামের চকবাজার এলাকার একটি বাটা জুতার শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ১২টার দিকে চকবাজার অলিখাঁ মসজিদের বিপরীত পাশে বাটার শোরুমে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকারী পরিচালক জানান, রাতে চকবাজারে বাটার শোরুমে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের ৬ ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই দোকানটা ভেতরে দীর্ঘ হওয়ায় পানি প্রবেশ করানো কঠিন ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লেগেছে।
সহকারী পরিচালক আরও জানান, ওই শোরুমটি একটি বহুতল ভবনের নিচতলায় ছিল। শুরুতে কিছু মানুষ ভবনে আটকা পড়েছিল, পরে তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
