
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ঘুষ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছেন সদস্য যোগদানকৃত ওসি এ. কে. এম আলমগীর জাহান। গত ৫ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি হিসেবে যোগদান করেছেন তিনি।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন গত ৩ সেপ্টেম্বর বদলি হয়ে বগুড়া জেলায় যোগদান করেছেন।
তিনি সদর মডেল থানায় যোগদানের পর পাসপোর্ট ও চাকুরি ভেরিফিকেশনসহ কোন জিডি বা মামলায় কোনো প্রকার অর্থ বা ঘুষ না নেয়ার জন্য সকল এসআই ও এসআইদের নির্দেশ প্রদান করেছেন। এই নির্দেশনার পরও কোনো অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিকে ওসির এই নির্দেশনার পর থানায় সেবা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে মোটরসাইকেলের তেল খরচ চাওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সদ্য যোগদানকৃত ওসি এ. কে. এম আলমগীর জাহান জানান, পুলিশ হবে জনবান্ধব। তাই থানায় কাউকে কোন অবৈধ লেনদেন করতে দেয়া হবে না। আর এই নির্দেশনার পরও কোন ব্যতিক্রম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, সদর থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবজিসহ সকল অপতৎপরতা বন্ধে কাজ করবে পুলিশ।
পি এস / এন আই