জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ পালন উপলক্ষে কেসিসি’র স্বাস্থ্য বিভাগ আয়োজিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতি ত্বরান্বিত করতে সঠিক পরিকল্পনা গ্রহণের প্রয়োজন এবং গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য জন্মনিবন্ধনের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব অনুধাবন করে সরকার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালনের উপর গুরুত্বারোপ করেছে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণকে সরকারের উদ্দেশ্য সফলের জন্য দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সিটি মেয়র আজ বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর শের-ই-বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ পালন উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কেসিসি’র স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, সরকার জনগণকে নিরন্তরভাবে সেবা দিয়ে যাচ্ছে। সরকারি সকল সেবা গ্রহণ ও প্রদানের জন্য জন্মনিবন্ধনের গুরুত্ব অনেক। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সরকারের উদ্যোগ সফল করতে হবে।
কেসিসি’র কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ, ভেটেরিনারি সার্জন ড’ পেরু গোপাল বিশ^াস, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার মাসুম বিল্লাহ, কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, সেফ দ্যা চিলড্রেনের প্রতিনিধি ডা. মোঃ সাইমন প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। কেসিসি’র জন্ম নিবন্ধনকারী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত