
চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরের আয়োজনের দায়িত্ব পেয়েছেন সদ্য নির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় বুলবুলকে বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল।
এছাড়া নতুন দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন।
দুই মাসের মধ্যে বিপিএলের মতো বড় টুর্নামেন্ট আয়োজন নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ। তবে নতুন বোর্ড সদস্যরা আত্মবিশ্বাসী। পরিচালনা পর্ষদের সদস্য ইফতেখার মিঠু বলেন, ‘চ্যালেঞ্জিং হলেও আমরা আয়োজন করতে পারব ইনশাআল্লাহ। আমরা যারা নতুন নির্বাচিত হয়েছি, আমাদের এক ঘন্টাও সময় নষ্ট করার সুযোগ নেই।’
উল্লেখ্য, ক্যাটাগরি-১ থেকে পরিচালক পদে নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম। ১৭ ভোটারের মধ্যে দুজনই ১৫টি করে ভোট পান।