
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে রাজধানীতে রিকশা র্যালি শুরু হয়েছে। এতে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার অংশ নিয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই র্যালির আয়োজন করেছে।
সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মানিক মিয়া এভিনিউ থেকে রিকশা র্যালি শুরু হয়। র্যালিটি খামারবাড়ি, ফার্মগেট, বিজয় সরণি, আগারগাঁও, শিশুমেলা হয়ে মানিক মিয়া এভিনিউতে এসে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।
র্যালির শুরুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বক্তব্য রাখেন।