
গত ২১/০৮/২০২৩ খ্রিঃ খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ফুলতলা থানা এলাকা হতে অনলাইন জুয়ার এজেন্ট মোঃ শাহারাফ মোল্যা (২৭) গ্রেফতার।
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা স্যারের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা স্যারের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য ও বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে গত ২১/০৮/২০২৩ তারিখ ০৬.৩০ ঘটিকার সময় ফুলতলা থানাধীন দামোদর গ্রামস্থ ফুলতলা বাজার সংলগ্ন জনৈক নান্নু ভুইয়ার বিসমিল্লাহ সুপার মার্কেটের প্রধান গেইট এর উত্তর পার্শ্ব হতে আসামী ১। মোঃ শাহারাফ মোল্যা (২৭), পিতা-মোঃ মালেক মোল্যা, সাং-শুভরাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোরকে ধৃত করেন। ধৃত আসামী অসৎ উদ্দেশ্যে মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস বিকাশ/নগদ এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত আইনানুগ কর্তৃত্ব বহির্ভূত ভাবে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিভিন্ন বেটিং সাইট এর এজেন্ট হিসেবে অনলাইন জুয়া খেলা পরিচালনা করে থাকে। এ সংক্রান্তে এসআই/ শেখ ইমরুল করিম বাদী হয়ে ফুলতলা থানায় এজাহার দায়ের করেন।