
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম-সেবা স্যারের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা স্যারের নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ১০/০৮/২০২৩ তারিখ ২১.৩০ ঘটিকার সময় বটিয়াঘাটা থানাধীন চক্রাখালী গ্রামস্থ জনৈক শফিউল আলম লিটন এর বসতবাড়ীর পশ্চিম পাশে খুলনা হইতে বটিয়াঘাটাগামী পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ সোহাগ বয়াতি (২২), পিতা-মৃত জাফর বয়াতি, মাতা-সাফিয়া বেগম, স্থায়ী সাং-শান্তিনগর ৮ নং ওয়ার্ড, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা ’কে ধৃত করেন। ধৃত আসামীর হেফাজত হতে ৫০ (প াশ পিচ) মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্বার করেন। এ সংক্রান্তে এসআই/ আল আমিন বাদী হয়ে বটিয়াঘাটা থানায় এজাহার দায়ের করেন।