
আসাদুজ্জামান মিলন, শরণখোলা
বাজারে কাঁচা মরিচের ঝাঁজ একেবারে কমে এসেছে। শরণখোলাসহ দক্ষিনা লের হাট বাজারে চার ভাগের এক ভাগে নেমে এসেছে কাঁচা মরিচের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩০০ টাকা থেকে নেমে এসেছে ৮০ টাকায় । অন্যান্য সব্জির ক্ষেত্রে ও প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে ।
এছাড়া প্রতি হালিতে (৪টি) ডিমের দাম কমেছে ১০ টাকা । এক সপ্তাহ আগে প্রতি হালি ডিম ৫০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শুক্রবার উপজেলার কয়েকটি বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানাগেছে, কাঁচা মরিচ, ডিমসহ কাঁচা বাজারের দাম নিন্মমূখী হওয়ায় সাধারন মানুষের মধ্যে কিছুটা হলেও স¦স্তি ফিরেছে ।
শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের সব্জি বিক্রেতা বাবুল মিয়া ও শহিদুল খান বলেন, গত সপ্তাহে আমরা রায়েন্দা আড়ৎ থেকে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারী ২৪০ থেকে ২৫০ টাকায় কিনেছি। আমরা খুচরা প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি করেছি। এখন আড়তে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় কিনে ৮০ টাকায় বিক্রি করছি ।
উপজেলা সদরের আল্লার দান কাঁচামাল আড়তের মালিক বাচ্চু হাওলাদার বলেন, খুলনার মোকামে গত এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু সব্জির দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে । এর মধ্যে কাঁচা মরিচের দাম চার ভাগের এক ভাগে নেমে এসেছে । এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ, ডিমসহ বেশ কিছু সব্জির দাম কমায় এ অ লের হাট বাজারে কিছুটা হলেও স¦স্তি ফিরে এসেছে ।