
কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরামের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে করণীয় সম্পর্কে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় গতকাল রবিবার অনুষ্ঠিত হয়।
দৈনিক বাংলা মোড়ের হোটেল সেন্ট্রালিনে সংগঠনের আহ্বায়ক মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও খুলনা-০৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা-০৬ আসনের এমপি পদ প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। খুলনা-০৬ পাইকগাছা কয়রা মানুষ এবার দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদকে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আলি আফজাল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর মাসুদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন উন্নয়ন ফোরামের সদস্য সচিব মুহতারাম বিল্লাহ, নির্বাহী কমিটির সদস্য মোস্তফা আল মাদানী, মোহাম্মদ ফোরকান আলী, জিএম আব্দুল্লাহ আল মামুন, ইয়াসিন আরাফাত, আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নির্বাহী কমিটির সদস্য মোঃ মাসুম বিল্লাহ, কয়রা পাইকগাছার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত