
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা ছাড়াও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মিছিলটি নয়াপল্টনের আনন্দভবনের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতারা তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে সম্পত্তি ক্রোকের আদেশসহ সব মামলা প্রত্যাহারের দাবিতে নানা স্লোগান দেন। সেই সঙ্গে গ্রেফতার বিএনপির নেতাকর্মীদেরও মুক্তির দাবি জানান।
স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত ওই মশাল মিছিলে দলটির অন্তত অর্ধশত নেতাকর্মী অংশ নেয়।