
গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ওএমএসের (ওপেন মার্কেট সেল) আটা বাজারে পাচারের সময় ধরা পড়লেন খুলনার তেরখাদা উপজেলার ডিলারের ভাই হামিম বিল্লাহ (৪০)।
মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েন মেসার্স নাসিমা এন্টারপ্রাইজের ওএমএস ডিলার শফিক বিল্লাহর বড় ভাই হামিম।
অভিযানটি পরিচালিত হয় তেরখাদা উপজেলার কাটেঙ্গা বাজারে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে দেখেন, সরকারি বস্তায় থাকা আটা অন্য বস্তায় স্থানান্তর করা হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই হাতেনাতে ধরা পড়েন হামিম বিল্লাহ।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘সরকারি ওএমএসের আটা পাচারের সময় হামিম বিল্লাহকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে চার বস্তা আটা জব্দ করা হয়েছে। তবে ডিলার শফিক বিল্লাহ পালিয়ে গেছেন।’
অভিযানের পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা পূরবী রানী বালা বাদি হয়ে তেরখাদা থানায় মামলা দায়ের করেন।
তিনি বলেন, ‘ডিলার শফিক বিল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তার পরিবর্তে তার ভাই হামিম বিল্লাহ ব্যবসা দেখভাল করতেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা সরকারি ওএমএসের আটা বস্তা পরিবর্তনের প্রমাণ পাই।’
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ওএমএসের আটা ও চাল পাচারের অভিযোগ উঠছিল এ ডিলারের বিরুদ্ধে। সরকারি এই আটা গরিব মানুষের জন্য বরাদ্দ থাকলেও, অনেক সময় তা বাজারে বিক্রি করে মুনাফা করার অভিযোগে স্থানীয়দের ক্ষোভ বাড়ছিল।
এ ঘটনার পর খাদ্য বিভাগ বলছে, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।