জেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে শারদীয় দুর্গা পূজা উদ্যাপন উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গণে কৃষ্ণপদ দাশের সভাপতিত্বে রবীন্দ্র নাথ দত্তের সঞ্চালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক শারদীয় দুর্গা পূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বছর খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের তত্ত¡াবধানে খুলনা জেলার আওতাধীন ৯টি উপজেলা ও দুই পৌরসভায় সর্বমোট ৮৯৫টি শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন কর তে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভার শুরুতে জেলা আ’লীগের সদস্য অসিত বরণ বিশ্বাসের সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিজয় কুমার ঘোষ, প্রফুল কুমার রায়, ননী গোপাল মন্ডল, এড. নিমাই চন্দ্র রায়, চম্পক কুমার পাল, রতন মিত্র, রনজিৎ কুমার ঘোষ, এড. হিমাশু চক্রবর্তী, সাধন কুমার ভদ্র, বিমান সাহা, বিষ্ণুপদ মলিক, অধ্যাপক অজিত কুমার হালদার, অমর কুমার দাস, এড. পবিত্র কুমার বিশ্বাস, অধ্যাপক প্রকৌশলী নিবিড় মন্ডল, নিতাই বিশ্বাস, প্রশান্ত কুমার হালদার, সুরঞ্জিত কুমার বৈদ্য, প্রশান্ত কুমার মন্ডল, উৎপল কুমার সিনা, শোভা রাণী হালদার, ডাঃ সুনিল কুমার বালা, এড. তমাল কান্তি ঘোষ, অমিতাভ ঘোষ, সুমন দাস, তরুন কুমার সরকার, এড. বিনয় চক্রবর্তী, গণেশ মন্ডল, নিতাই মন্ডল, মধুসুদন গোলদার, প্রফুল চক্রবর্তী, প্রনব বসু, নিখিল বিশ্বাস, সমীর কুমার হিরা, কৃষ্ণ মেনন রায়, প্রতাপ চন্দ্র রায়, অন্নদা শংকর মলিক, অধ্যাপক অসিত বরণ মন্ডল, উজ্জ্বল দাস, পরিতোষ মন্ডল, নিতাই চন্দ্র মন্ডল, দীপক মন্ডল, অনিমেশ সরকার রিন্টু, অঞ্জন বিশ্বাস, অলোক বিশ্বাস, গনেশ চন্দ্র রায়, ভুজঙ্গ রায় সুমন, অধ্যাপক বিচক্ষণ মন্ডল, অধ্যাপক দেববপ্রশাস রায়, অধ্যক্ষ হরে কৃষ্ণ দাশ, অধ্যাপক শচীন্দ্র নাথ রায়, অধ্যাপক পরিমল কান্তি মন্ডল, সমরেশ মন্ডল, অসিত বরণ সাহা, সঞ্জয় মোড়ল, অতিন মন্ডল, সুকৃতি রায়, বিধান চন্দ্র রায়, অনুপম বিশ্বাস, নির্মল চন্দ্র বৈরাগী, গোবিন্দ ঘোষ, গৌর হরি দাস, মৃণাল হাজরা, সৌমিত্র দত্ত, প্রদীপ কুমার বিশ্বাস, অরবিন্দ প্রশাদ সাহা, শংকর কুমার বালা, শক্তি পদ বসু, কৃষ্ণ গোপাল সেন, সমীরন সাধু, আনন্দ মোহন বিশ্বাস, এ্যাড. অম্বিকা চরন সানা, দিলীপ কুমার বৈরাগী, বাবুরাম মন্ডল ও জগদীশ রায় প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত