
প্রায়ই সরকারি কর্মকর্তাদের ‘হৃদয়হীন’ বলা হয়ে থাকে। এবার সেই অপমানসূচককে শব্দকে ইতিবাচকভাবে গ্রহণ করে বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভার্চ্যুয়াল মন্ত্রী নিয়োগ দিয়েছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া। কোড ও পিক্সেল দিয়ে তৈরি ‘ডিয়েলা’ নামের (আলবেনীয় ভাষায় যার অর্থ সূর্য) এই মন্ত্রী মূলত একটি ভার্চ্যুয়াল চ্যাটবট, যার কাজ হবে সরকারি কেনাকাটায় তদারকি এবং সরকারি ব্যয়ে দুর্নীতি কমাতে সাহায্য করা।
গত বৃহস্পতিবার রাজধানী তিরানায় সোশ্যালিস্ট পার্টির এক অনুষ্ঠানে আলবেনিয় প্রধানমন্ত্রী এডি রামা ডিয়েলাকে তার মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেন।
তিনি জানান, সরকারের ব্যয়ের ক্ষেত্রে দুর্নীতি কমাতে ডিয়েলাকে সরকারি ক্রয় কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তার ভূমিকা হবে আলবেনিয়াকে এমন একটি দেশ হিসেবে গড়ে তোলা, যেখানে সরকারি ক্রয় কার্যক্রম ১০০ শতাংশ দুর্নীতিমুক্ত হবে।
এডি রামা আরও বলেন, ‘আমরা শুধু সরকারি ক্রয়ের দরপত্রের ওপর সম্ভাব্য সকল প্রভাবই মুছে ফেলব না- আমরা প্রক্রিয়াটিকে আরও দ্রুত, আরও দক্ষ এবং সম্পূর্ণরূপে জবাবদিহিমূলক করে তুলব।’
এদিকে এআই মন্ত্রী ডিয়েলা ইতিমধ্যেই দেশটির ডিজিটাল সার্ভিসেস পোর্টালের মাধ্যমে নাগরিকদের সেবা দিতে শুরু করেছে। তবে এই এআই মন্ত্রীর ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দেশটিতে।
আলবেনিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি সরকারের এই উদ্যোগকে ‘হাস্যকর’ এবং ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছে।
প্রসঙ্গত, আলবেনিয়ার সংবিধান অনুযায়ী: কমপক্ষে ১৮ বছর বয়সী মানসিকভাবে সক্ষম নাগরিকই দেশটির মন্ত্রী হতে পারবেন।
অন্যদিকে এআই মন্ত্রী- ডিয়েলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে। দেশটির দুর্নীতি দমন বিশেষজ্ঞরা দুর্নীতি কমাতে এআই ব্যবহারের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।
আর্থিক পরিষেবা সংস্থা বলকানস ক্যাপিটালের প্রতিষ্ঠাতা আনিদা বজ্রকতারি বিচজা উল্লেখ করেছেন, ‘এআই মন্ত্রী’ গঠনমূলক হতে পারে যদি এটি বাস্তব ব্যবস্থায় বিকশিত হয়, যা স্বচ্ছতা এবং পাবলিক ক্রয়ে আস্থা উন্নত করবে।