
খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি-জামায়াত আ’লীগ এবং বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে গ্রেনেড হামলা চালিয়েছিলো। ২০০৪ সালের ২১ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধার এবং সন্ত্রাস জঙ্গীবাদের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালায়। এই গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী খালেদা, তারেক, বাবর, নাসিরউদ্দিন পিন্টু, হুজি প্রধান মুফতি হান্নান, তাজউদ্দিনরা আইএসের যোগসাজসে পাকিস্তান থেকে আর্জেস গ্রেনেড এনেছিলো। সেদিনের ঘটনার সাথে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলো বিধায় এ ধরনের লোমহর্ষক বর্বরোচিত ঘটনা ঘটাতে সক্ষম হয়েছিলো। এই হামলায় আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মী নিহত হয়। পাঁচ শতাধিক নেতা-কর্মী গ্রেনেডের স্পিন্টার দেহে বহন করে এখনও যন্ত্রণা ভোগ করছে।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত ২০০৯ সালে পিলখানার ঘটনার ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলো। তারা সব সময়ই দেশে সন্ত্রাসী কর্মকান্ড করে মানুষকে অশান্ত করে রাখতে চায়। তারা এদেশের উন্নয়ন চায়না। তাদের সাথে এদেশের মানুষের কোন সম্পর্ক নেই। এদেশের মানুষ বিএনপি-জামায়াতের উদ্দেশ্য বুঝতে পেরে আজ তাদের মিথ্যাচারে সাড়া দিচ্ছে না। এদেশের মানুষ আজ উন্নয়ন চায়। পেটপুরে খেতে চায়, শান্তিতে ঘুমাতে চায়। তারা কোন সন্ত্রাস জঙ্গিবাদ চায় না। সে কারনেই এদেশের মানুষ শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী করার অঙ্গিকার করেছে। তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের এই ইচ্ছার বাস্তবায়ন ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তৃতা করেন নগর আ’লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। নগর আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আলী আকবর টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর জেড মাহমুদ ডন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বীরেন্দ্র নাথ ঘোষ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, সদর থানা সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, সদর থানা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নূরিনা রহমান বিউটি, মহানগর যুবলীগ সভাপতি মোঃ সফিকুর রহমান পলাশ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মলিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, মোঃ শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ মোঃ ফারুক হাসান হিটলু, হাফেজ মোঃ শামীম, মোজাম্মেল হক হাওলাদার, মাহবুবুল আলম বাবলু মোলা, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ দাউদ হায়দার, আব্দুল হাই পলাশ, শেখ আবিদ উলাহ, মোঃ নুর ইসলাম, বাবুল সরদার বাদল, চ ম মুজিবর রহমান, এড. মোঃ ফারুক হোসেন, শেখ জাহিদুল হক, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, শেখ এশারুল হক, মুন্সি মোঃ সেলিম, মোঃ জাকির হোসেন, এড. শামীম মোশাররফ মোঃ শিহাব উদ্দিন, মীর মোঃ লিটন, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, এড. এ কে এম শাহজাহান কচি, এম এ নাসিম, অধ্যাপক এ বি এম আদেল মুকুল, এড. শামীম আহমেদ পলাশ, নাসরিন আক্তার, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, কাউন্সিলর রোজী ইসলাম নদী, নুর জাহান রুমি, এড. কে এম ইকবাল হোসেন, মলিক নওশের আলী, নাছরিন ইসলাম তন্দ্রা, হাবিবুর রহমান দুলাল, আকবর আলী মাতুব্বর, কবির পাঠান, আব্দুল ওহাব, শওকাত হোসেন, মো আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, রেখা খানম, মাকসুদা খানম পাখি, খাদিজাতুল কবির তুলি, দিপ্তী রায়, কবিতা খানম, রেওয়ানা প্রধান, রোকেয়া রহমান, সাবিহা ইসলাম আঙ্গুর, কিংকর সাহা, ইলিয়াছ হোসেন লাবু, শেখ জিহাদ, জব্বার আলী হীরা, আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, সৈয়দ সালমান জামান, বায়েজীদ সিনা, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, শংকর কুন্ডুসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করে হাফেজ আব্দুর রহীম ও মাওলানা রফিকুল ইসলাম। এর আগে সভার শুরুতে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।