
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
তিনি আজ বুধবার খুলনার জাহানাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর সেন্টার ও স্কুলের রিক্রুট ব্যাচ-২০২৫-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। শহীদ লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি নবীন সৈনিকদের দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান। একই সঙ্গে, দেশের প্রয়োজনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশও দেন।
উল্লেখ্য, এবারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে দেশের ইতিহাসে সর্ববৃহৎ ৬০৬ জন রিক্রুট শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে রিক্রুট ব্যাচ-২০২৫-এর সর্বোত্তম রিক্রুট হিসেবে মোঃ সাকিবুল ইসলাম, দ্বিতীয় সর্বোত্তম মোঃ সোলাইমান মৃধা এবং তৃতীয় সর্বোত্তম মোঃ শামীম হোসেনকে প্রধান অতিথি বিশেষ অভিনন্দন জানান।