
বিশ্ব বসতি দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কেডিএ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কেডিএ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিলুর রহমান চৌধুরী। এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য হলো “বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি”।
কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ মোঃ আশিক উর রহমান। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, আইইবি খুলনার প্রেসিডেন্ট মোঃ আব্দুলাহ পিইঞ্জ, আইএবি খুলনার আহবায়ক গৌরী সংকর রায়, বিআইপি খুলনা চ্যাপ্টারের সেক্রেটারী মোঃ ইকবাল হোসেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ আশরাফ উজ জামান এবং কেডিএ সদস্য (প্রশাসন ও অর্থ) রুনু রেজা।