নাটোরের ডাঙ্গাপাড়া বাজার এলাকা থেকে ৫টি শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ওহাব মন্ডল নামে বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া, ঘটনাস্থল থেকে ৮টি শক্তিশালী ককটেল লাল স্কচটেপে মোড়ানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকা থেকে ওই বোমাগুলো উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি নাছিম আহম্মেদ জানান, সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন করে জানানো হয়, ডাঙ্গাপাড়া এলাকায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এই খবর পাওয়ার পর পুলিশ দ্রুত সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় গিয়ে রাজ্জাকের নির্মাণাধীন চায়ের দোকান থেকে ৮টি শক্তিশালী ককটেল (লাল স্কসটেপে মোড়ানো) উদ্ধার করে। এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওহাব মন্ডল নামে বিএনপির এক সমর্থককে আটক করা হয়।
ওসি আরও জানান, এর আগে ৫ বোমা বিস্ফোরিত হয়েছে হয়েছে বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।
