
আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ার ২০২৬-এ দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখল বাংলাদেশ নারী দল। বৃহস্পতিবার নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে নামিবিয়াকে ৮০ রানে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানারা।
এই জয়ের ফলে সুপার সিক্স পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে গেল টাইগ্রেসদের। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে সুপার সিক্সে শীর্ষ চারে থাকতে হবে বাংলাদেশকে।
এটি ছিল টানা তৃতীয় জয়। এর আগে যুক্তরাষ্ট্রকে ২১ রানে এবং পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছিল বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন সোবহানা মোস্তারি (২৩ বলে)। দ্রুতগতির ইনিংস খেলেন দিলারা আক্তার, ১৭ বলে করেন ২৫ রান। নামিবিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সিলভিয়া শিহেপো, ২১ রানে নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নামিবিয়া। ১৭.৫ ওভারে মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় দলটি।
বল হাতে দুর্দান্ত ছিলেন সানজিদা আক্তার মেঘলা। ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। তাকে দারুণভাবে সহায়তা করেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন—দুজনেই নেন ৩টি করে উইকেট।
সব মিলিয়ে ব্যাটে-বলে দাপট দেখিয়ে বিশ্বকাপের পথে আরও শক্ত বার্তা দিল বাংলাদেশ নারী দল।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত