বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে হলে ‘জুলাই আন্দোলন’-এর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, অতীতের অন্যায় ও দমন-পীড়নের বিচার না হলে জালিমরা আবারও ফিরে আসবে এবং নিরীহ মানুষকে নিপীড়নের শিকার হতে হবে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে ঢাকার আজিমপুর কবরস্থানে সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার রাজ্জাকের স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘তিনি ছিলেন জালিমের বিরুদ্ধে একজন শক্তিশালী কণ্ঠস্বর। সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন, যা আমাদের রাজনৈতিক বাস্তবতার এক নির্মম প্রতিফলন। তার মতো আদর্শবান আইনজীবীর অভাব আজ দৃশ্যমান, ফলে দেশের বিচারব্যবস্থায় ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হচ্ছে।’
জামায়াতের ওপর দমন-পীড়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের নেতাদের কারাগারে হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে। এমন নিপীড়নের মুখে অন্য কোনো রাজনৈতিক দলকে পড়তে হয়নি। আমরা চরম বৈষম্যের শিকার হয়েছি।’
এ সময় এটিএম আজহারুল ইসলামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা আশা করি তিনিও একদিন ন্যায়বিচার পাবেন এবং জামায়াতের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
তিনি আরও বলেন, ‘যদি ‘জুলাই আন্দোলন’সহ রাজনৈতিক হত্যাকাণ্ডের সঠিক বিচার না হয়, তবে এই দেশে অন্যায় ও জুলুমের চক্র কখনোই থামবে না। সঠিক বিচার ও জবাবদিহিতা ছাড়া দেশে স্থায়ী শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।