বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচনের পর বড় পরিবর্তন এসেছে পরিচালনা পর্ষদে। সভাপতির পদ ছাড়া প্রায় সব জায়গায় এসেছে নতুন মুখ। সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ফের সভাপতি হয়েছেন। তাঁর সঙ্গে বোর্ডে যুক্ত হয়েছেন ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, আবদুর রাজ্জাকের মতো সাবেক তারকারা।
গায়ক থেকে ক্রিকেট সংগঠক এমন চমক হিসেবে বিসিবির নতুন পরিচালকদের তালিকায় জায়গা পেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি পেয়েছেন বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্টের প্রধানের দায়িত্ব।
দীর্ঘ ১২ বছর সভাপতি থাকার পর নাজমুল হাসান পাপন গত বছর পদত্যাগ করেন। এরপর ১৪ মাসে দুইবার সভাপতি পরিবর্তন হয়। ২০২৪ সালের আগস্টে সভাপতি হন ফারুক আহমেদ, আর চলতি বছরের মে মাসে দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। বর্তমানে তিনি নির্বাচিত সভাপতির দায়িত্বে আছেন।
সহসভাপতি হয়েছেন ফারুক আহমেদ ও মোহাম্মদ শাখাওয়াত হোসেন। নারী ক্রিকেটের দায়িত্বে আছেন আবদুর রাজ্জাক, আর হাই-পারফরম্যান্স দলের চেয়ারম্যান হয়েছেন খালেদ মাসুদ পাইলট।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আজ মিরপুরে আসেন আসিফ আকবর। দীর্ঘ ২২ বছর পর বিসিবি কার্যালয়ে এসে তিনি বলেন, “বুলবুল ভাই, পাইলট, রাজ্জাক ভাইদের মতো ক্রিকেটাররা বোর্ডে আসায় ট্যাকটিকাল দিকগুলো অনেক উন্নত হবে। ক্রিকেটাররা এখন বোর্ডে কাজ করছে, এটা দেশের ক্রিকেটের জন্য ভালো দিক।”
বয়সভিত্তিক দলে কাজের পরিকল্পনা জানিয়ে আসিফ বলেন, “বাচ্চারাই দেশের ভবিষ্যৎ। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পরের প্রজন্মের বড় ক্রিকেটার তৈরি হয়। আমাদের পাইপলাইন শক্ত করতে হলে একটা জায়গার জন্য অন্তত চার-পাঁচজন ক্রিকেটার তৈরি করতে হবে।”
নিজের নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর বলেন, “আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। গানে যেমন তরুণ শিল্পীদের পাশে থেকেছি, তেমনি ক্রিকেটেও তরুণদের নিয়েই কাজ করতে চাই।”
তিনি আশা প্রকাশ করেন, সাবেক ক্রিকেটার ও নতুন প্রজন্মের সমন্বয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন জোয়ার আসবে।
