
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ও জেলা শাখার সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শোষণামলে দেশের সর্বাধিক নির্যাতিত ও বঞ্চিত জনপদ কয়রা-পাইকগাছা। অরক্ষিত ভেড়িবাঁধ দেখিয়ে মেগাপ্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী মন্ত্রী-এমপিরা। বাঁক সহজীকরণ, সড়ক সংস্কার ও নির্মাণের অযুহাতে সীমাহীন লুটপাট করেছে। জনগনের অর্থ লুটপাটকারীরা পালিয়েছে, তবে নতুন করে ধর্ম ব্যবসায়ীদের আবির্ভাব ঘটেছে। বিশ^ মানবতা ও শান্তির ধর্ম ইসলামকে বিকৃতি করে ভ্রান্ত মতবাদ প্রচার করছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা। জান্নাতের মালিক মহান সৃষ্টিকর্তা, কোনো মানুষকে ভোট দিলে জান্নাতের টিকিট নিশ্চিত হবে, এমন খোদাদ্রোহী প্রচার-প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনাকালে ইসলামের যতখানী খেদমত হয়েছে-এ পর্যন্ত আর কোনো সরকার তার ধারে কাছেও যেতে পারেনি। বিএনপি হলো উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রের প্রতীক। তাই টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, খুলনা তথা রাজধানীর সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
গতকাল রোববার বেলা ১১টায় পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় পাইকগাছা উপজেলা ও পাইকগাছা পৌরসভা বিএনপি’র পৃথক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। উপজেলা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটিতে উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদকে আহবায়ক ও পৌরসভা বিএনপি’র সভাপতি আসলাম পারভেজকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। কমিটিতে শাহাদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, শেখ শামসুল আলম পিন্টু, তৌহিদুজ্জামান মুকুল, মোঃ আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, শেখ ইমামুল ইসলাম, এড. সুমন আহমেদ যুগ্ম-আহবায়ক করা হয়।
পাইকগাছা পৌরসভা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটিতে এড. আব্দুস সাত্তারকে আহবায়ক ও এস এম ইমদাদুল হককে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা। কমিটিতে কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকী, শেখ রুহুল কুদ্দুস, মনিরুজ্জামান মন্টু, মোস্তফা মোড়ল, মেরাজুল ইসলামকে যুগ্ম-আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।
সাংগঠনিক সভা উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলন প্রস্তুত কমিটি সদস্য সচিব এস এম ইমদাদুল হক ও পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য কেএম আশরাফুল আলম নান্নু ও শেখ ইমাদুল ইসলাম, পাইকগাছা আইনজীবী সমিতি সভাপতি এড. জি এম আব্দুস সাত্তার, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, পাইকগাছা পৌর বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, পাইকগাছা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, মোঃ আবুল হোসেন ও সাজ্জাদ আহম্মেদ মানিক। জেলা ওলামাদলের সাধারন সম্পাদক আবু মুসা সরদার কোরআন তোলোয়াত ও দেলুটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুজিত কুমার মন্ডল গীতা পাঠের মধ্যদিয়ে সাংগঠনিক সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সভায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন মিজান জোয়ার্দার, আবুল বাসার বাচ্চু, আসাদুজ্জামান ময়না, নাজির আহমেদ, আব্দুস সাত্তার, সরদার ফারুক হোসেন, ইকবাল হোসেন, আব্দুল মজিদ গোলদার, আব্দুল হাকিম সানা, বাহার গাজী, ইব্রাহিম গাজী, শেখ আবু তালেব, শেখ এনামুল ইসলাম, গফুর গাজী, জিয়াউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, আব্দুল করিম গাজী, রুবেল ইসলাম, রুহুল আমিন, শামীম জোয়ার্দার, মেছের আলী সানা, আনারুল ইসলাম, লক্ষী রানী গোলদার, মজিবর রহমান, মশিউর রহমান মিলন, সরোজিত ঘোষ দেবেন ও মোঃ রাশেদুজ্জামান প্রমুখ।
অন্যদিকে, চাঁদখালী ইউনিয়নের চক কাওয়ালী গ্রামের বিএনপি সমর্থক হান্নান গাজীর বড় ভাই হাফেজ আব্দুল গফফার গাজী গতরাতে ইন্তেকাল করেন। চাঁদখালী বাজার সংলগ্ন শামসুল আলম মাদ্রাসায় বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপি কর্মী হান্নান গাজীর ভাইয়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। পরে সকাল সকাল ১০টায় পাইকগাছায় কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন খুলনা-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী।
এ সময়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্ত গণমাধ্যমে বিশ^াস করতেন। তাই বাকশালী শাসন ব্যবস্থা ভেঙে গণমাধ্যমকে অবারিত সুযোগ-সুবিধা নিশ্চিত করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এবং আমাদের আপনাদের প্রতিনিধি নির্বাচিত করলে পাইকগাছা-কয়রার অবহেলিত সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত মানোন্নয়ন ও প্রেসক্লাবগুলোর অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো। এসময়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ তাকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
বিকেলে চাঁদখালী বাজারে রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১দফা ও খুলনা-৬ আসনে ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। এ সময়ে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষের সাথে কুশল বিনিময়ও করেন কয়রা-পাইকগাছায় ‘ধানের শীষ’ প্রতীকের কান্ডারী মনিরুল হাসান বাপ্পী। গণসংযোগ শেষে পথসভায় তিনি বলেন, আমি কয়রা-পাইকগাছায় কিছু নিতে আসি নাই। আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিন, আমি বাকিটা জীবন আপনাদের খাদেম হয়ে সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে আপনাদের মনের অব্যক্ত কথাগুলো জাতীয় সংসদে উপস্থাপন করবো কথা দিলাম। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব রাখতেই ধানের শীষ প্রতীকে ভোট দিন। নিন্দুকের ভন্ডামীকে বিশ^াস না করে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে ভোট দিন, খালেদা জিয়াকে ভোট দিন, ধানের শীষ প্রতীকে ভোট দিন।
পথসভায় স্থানীয়দের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শেখ আসাদুজ্জামান ময়না, হাবিবুর রহমান, শেখ ইবাদুল, এস এম নাজমুল হুদা মিন্টু, হাতেম সরদার, মামুন গাজী, খালিদ মীর, ওবাইদুল্লাহ, মিজানুর রহমান, বাবু মীর, আব্দুল কুদ্দুস, আব্দুল হান্নান, মনিরুল ইসলাম, সাইফুল, রাজ্জাক, সবুজ ও শফিকুল প্রমুখ। মাগরিবের নামাজ আদায়ের পর লস্কর ইউনিয়নের আলমতলা বাজারে গণসংযোগ করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী। পরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী পাইকগাছার ষোলআনা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাধারণ সদস্য ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত