পাকিস্তানে পানি প্রবাহ নিয়ন্ত্রণে নদীতে বাঁধ নির্মাণ করতে যাচ্ছে আফগানিস্তান। দেশটির কুনার নদীতে এ বাঁধ নির্মাণ করার পরিকল্পনা হচ্ছে।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত পানিসম্পদ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মানসুর জানিয়েছেন, প্রধান ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিজে বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন।
গত দুই সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এরমধ্যে আজ শুক্রবার (২৪ অক্টোবর) বাঁধ নির্মাণ পরিকল্পনার তথ্য সামনে এলো।
আফগান পানিসম্পদ মন্ত্রী বলেছেন, “আফগানদের নিজেদের পানি নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে।”
চলতি বছরের এপ্রিলে পাকিস্তান ও ভারতের মধ্যে চারদিনের যুদ্ধ হয়। এরপর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল ও পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
কুনার নদী ও এর গুরুত্ব
৪৮০ থেকে ৫০০ কিলোমিটার দীর্ঘ কুনার নদীর উৎপত্তি পাকিস্তানের চিত্রাল বিভাগের কাছের হিন্দুকুশ পর্বতে। এটি দক্ষিণ কুনার দিয়ে প্রবাহিত হয়ে আফগানিস্তানের নানগারহার হয়ে আবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় প্রবেশ করেছে। এরপর এটি জালালাবাদের কাছ দিকে কাবুল নদীতে যুক্ত হয়েছে। যা পাকিস্তানে চিত্রাল নদী হিসেবে পরিচিত। সবশেষে নদীটি পাঞ্জাবের অ্যাটোকের কাছে সিন্ধু নদের সঙ্গে মিলে গেছে।
কুনার এবং কাবুল/চিত্রাল নদী পাকিস্তানের সেচ, খাবার পানি এবং জলবিদ্যুতের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়ার মানুষের বেঁচে থাকার জন্য নদীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি নদীগুলোর প্রবাহ কমে যায় তাহলে সুপেয় পানির অভাব দেখা দেবে। সঙ্গে নদীর নিম্নভাগের কৃষিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
আফগানিস্তানের সঙ্গে যেহেতু পাকিস্তানের কোনো নদী বা পানিবণ্টন চুক্তি নেই তাই আফগানদের এ সিদ্ধান্তে পাকিস্তান খুব বেশি কিছু করতে পারবে না।
