প্যারিসে চলছে মহাক্রীড়াযজ্ঞ অলিম্পিক। আসরের উদ্বোধনের একদিন পর প্যারিসে ভারী বৃষ্টিপাত হয়েছে। এবার প্যারিসে শক্তিশালী ঝড়, ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
বুলেটিন দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত ১০টা) নাগাদ প্যারিসের বড় অংশ জুড়েই বড় আকারের ঝড় আঘাত হানতে পারে। ঝড়ের সঙ্গে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্যারিস জুড়েই বেড়ে গিয়েছিল তাপদাহ। তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াসে উঠেছিল। এরপরই আসল ঝড়ের সতর্কবার্তা ও বৃষ্টির সম্ভাবনার খবর। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় ২০ থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ঝড়-বৃষ্টিময় অবস্থা থাকতে পারে মধ্য রাত পর্যন্ত।
সংবাদ মাধ্যম জানিয়েছে, তাপদাহের কারণে সৈকতের ভলিবল ইভেন্ট ও রাগবি খেলোয়াড়রা বেশ কঠিন সময় পার করেছেন। প্যারিসে পার্শ্ববর্তী শহরেও তাপদাহের প্রভাব স্পষ্ট ছিল।
এর আগে শনিবার বৃষ্টির কারণে সিন নদীর পানির দূষণমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় রোব ও সোমবার ট্রাইথেলন অনুশীলন আয়োজন সম্ভব হয়নি। মঙ্গলবার আনুষ্ঠানিক খেলা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। নতুন করে ভারী বৃষ্টি হলে ইভেন্টটি অনিশ্চিত হয়ে পড়বে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত